টাঙ্গাইল, ১০ নভেম্বর (ইউএনবি)- টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা এলাকায় নিজ বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ রাসেল মিয়া (২৯) নামে এক যুবককে শুক্রবার রাত ১২টায় গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল এবং বাসায় তল্লাশি চালিয়ে একটি রিভলবার, একটি পিস্তলের যন্ত্রাংশ, ৬৫ রাউন্ড তাজা গুলি, ৪টি ম্যাগজিন ও বস্তায় ভর্তি ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় আরও ৫টি মামলা রয়েছে।
অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।